শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার জাতীয় ঈদগাহে আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা

প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০১৮ | ২:০২ অপরাহ্ন

ঢাকা : জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা জাতীয় ঈদগাহ ময়দানে শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হবে। পরদিন শনিবার চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন এ গুণী শিল্পী। সংগীত জীবনের দীর্ঘ চার দশকে অসংখ্য হৃদয় ছুঁয়ে যাওয়া গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের। তার সৃষ্টি অনেক গান মানুষের আন্তরে গেঁথে আছে।

আইয়ুব বাচ্চু দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছিলেন। তার হার্টের কার্যক্ষমতা ছিলো ৩০ শতাংশ। সর্বশেষ তিনি গত সপ্তাহে স্কয়ার হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান আইয়ুব বাচ্চু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

একুশে/এসসি