শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুমিনুলের সেঞ্চুরি, ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

প্রকাশিতঃ ১১ নভেম্বর ২০১৮ | ২:৫৫ অপরাহ্ন

ঢাকা: মুমিনুল হকের সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মাত্র ২৬ রানে তিন উইকেট হারিয়ে ধুকতে থাকা দলকে শক্ত অবস্থানে নিয়ে এসেছেন এই দুজন। দুই সেশনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০৭ রান।

রবিবার সকালে সফররত জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মাঠে নামার পরপরই দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয়। ব্যক্তিগত শূন্য রানে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। এরপর দলীয় স্কোরে মাত্র ৩ রান যোগ হওয়ার পরই জার্ভিসের বলে ব্রেন্ডন মাভুতার হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ লিটন দাস (৯)। সফলতার দেখা পাননি অভিষেক হওয়া মোহাম্মদ মিঠুনও। ত্রিপানোর বলে ব্রেন্ডন টেলরের হাতে ক্যাচ দেয়ার আগে ব্যক্তিগত রানের খাতা শূন্যই থেকে গেছে।

২৬ রানে তিন উইকেট হারানো বাংলাদেশ চাপে পড়ে যায়। সেই চাপ দারুণভাবে কাটাতে সক্ষম হয় মুমিনুল-মুশফিক জুটি। এ পর্যন্ত চতুর্থ উইকেট জুটিতে তাদের সংগ্রহ ১৮১ রান। ১১৫ রান নিয়ে অপরাজিত আছেন মুমিনুল। আর মুশফিক ব্যাট করছেন ৭১ রান নিয়ে।

দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হেরেছে ১৫১ রানে। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশকে সিরিজে হার এড়াতে হলে অবশ্যই ম্যাচ জিততে হবে।