শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিপোর্ট নেগেটিভ, তবুও করোনার উপসর্গে গ্রামীণফোন কর্মকর্তার মৃত্যু

প্রকাশিতঃ ৬ জুলাই ২০২০ | ৮:৪৩ পূর্বাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলেও উপসর্গ নিয়ে মারা গেছেন গ্রামীণফোনের কর্মকর্তা মির্জা আশেক মাহমুদ (৩৮)।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন।

দুই কন্যার জনক মির্জা আশেক মাহমুদ চট্টগ্রামে গ্রামীণফোনের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনীতে হলেও বেড়ে উঠা চট্টগ্রামেই।

মির্জা আশেক মাহমুদের বড় ভাই চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক এজাজ মাহমুদ জানান, জ্বর ও শ্বাসকষ্ট থাকলেও রোববার করোনার নমুনা পরীক্ষায় তার নেগেটিভ ফল আসে। এরপরও জ্বর ও শ্বাসকষ্ট হঠাৎ তীব্র হয়ে উঠলে তাকে দ্রুত আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশেক মাহমুদ।