শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাসপাতাল থেকে পালানো সন্দেহভাজন করোনা রোগীকে পটিয়া থেকে উদ্ধার

প্রকাশিতঃ ৬ এপ্রিল ২০২০ | ১২:৩৩ পূর্বাহ্ন


পটিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের করোনা অবজারভেশন ওয়ার্ড থেকে পালিয়ে আসা ৫০ বছর বয়সী ব্যক্তিকে পটিয়ার গ্রামের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১১টায় তাকে মুজাফফরবাদ এলাকা থেকে উদ্ধারের পর চমেক হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন।

রোববার সকালে ব্যক্তিটির পরিবারের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। তিনি জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় ভুগছিলেন।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে অবজারভেশন ওয়ার্ড (সাবেক ক্যাজুয়ালিটি ওয়ার্ড) করোনা সন্দেহে ভর্তি করান। পরে করোনা সন্দেহে বিকেলে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ফৌজদারহাট বিআরটিআইডিতে পাঠানো হয়। রোববার সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।