আনোয়ারায় ইয়াবা কারবারিকে ধরে পুলিশে দিল জনতা


আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইয়াবা সেবনের সময় আমিন শাহ নামের ইয়াবার এক খুচরা কারবারিকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার দিবাগত রাতে বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামের মসজিদের পাশে ঘটনাটি ঘটে।

আটক আমিন শাহ্ (৩২) বৈরাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর গুয়াপঞ্চক গ্রামের জালাল মাষ্টারের ছেলে।

স্থানীয়রা জানান, বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রাম এখন ইয়াবাসেবীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এখানে প্রতিদিন সন্ধ্যার পর থেকে ইয়াবাসেবীরা জড়ো হয় এবং প্রকাশ্য সেবন করে।

সোমবার রাতে আমিন শাহ কয়েকজন নিয়ে ইয়াবাসেবন শুরু করলে এলাকাবাসী হাতে নাতে আমিন শাহকে আটক করে, এসময় অন্যরা পালিয়ে যায়। আটকের পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, আমিন শাহ ইয়াবা বড়ি এলাকায় বিক্রি করে। উপজেলার বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দীন শাহ একুশে পত্রিকাকে বলেন, আমিন শাহ’র বড়ভাই হচ্ছেন উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আবছার শাহ্। উত্তর গুয়াপঞ্চকে ইয়াবার জাল বিস্তার করেছে তারা। কয়েকজন নিয়ে ইয়াবা সেবনের সময় আমিন শাহকে আমরা বাধা দিলে সে অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়।

জানতে চাইলে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ একুশে পত্রিকাকে বলেন, আমিন শাহকে ইয়াবাসেবনের সময় এলাকাবাসি হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। আমার কাছে তথ্য আছে, আমিন শাহ ইয়াবার খুচরা কারবারি ও নিয়মিত সেবনকারি।