শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ডে উৎক্ষেপণের পর ‘হারিয়ে গেছে’ উপগ্রহবাহী রকেট

প্রকাশিতঃ ৫ জুলাই ২০২০ | ১১:২১ অপরাহ্ন


ওয়েলিংটন : নিউজিল্যান্ডের একটি লঞ্চ প্যাড থেকে রোববার সাতটি উপগ্রহবাহী একটি বাণিজ্যিক রকেট উৎক্ষেপণের পর হারিয়ে গেছে। রকেট ল্যাব-এর মালিক এ কথা জানায়। খবর এএফপি’র।

রকেট ল্যাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পিটার বেক টুইট করেন, ‘আমরা মিশনে দেরি করার কারণে ফ্লাইটটি হারিয়েছি।’

বার্তায় আরো জানান, ‘আমি অত্যন্ত দুঃখিত যে আমরা আজ আমাদের গ্রাহকদের উপগ্রহ সরবরাহ করতে ব্যর্থ হয়েছি। আশ্বাস দিচ্ছি যে আমরা সমস্যাটি খুঁজে পাব, এটি সংশোধন করব এবং শিগির প্যাডে ফিরিয়ে আনব।’

রকেট ল্যাবটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন পুরোপুরি নিউজিল্যান্ডের বিশেষজ্ঞ পরিচালিত। সহায়ক সংস্থাটির সদর দফতর নিউজিল্যান্ডে। এটি পৃথিবীর নি¤œ কক্ষপথে ছোট ছোট উপগ্রহ উৎক্ষেপণে উৎক্ষেপণের উৎক্ষেপণের নিয়োজিত থাকা তালিকাভুক্ত একটি সংস্থা। মার্কিন সংস্থা খোসলা ভেঞ্চারসসহ এর সমর্থক বেসসেমার ভেঞ্চার পার্টনার্স, লকহিড মার্টিন, প্রোমাস ভেঞ্চারস এবং ডেটা কালেক্টিভ এর অন্তর্ভুক্ত রয়েছে।

সংস্থাটির ব্যর্থতায় পর্যবসিত এই ১৩ তম পে-লোড উৎক্ষেপণটির নাম দেওয়া হয়েছিল, ‘পিকস’ অথবা ‘আই ডিডন’ট হ্যাপেন।’