৪০ দোকান উচ্ছেদ করে সড়ক দখলমুক্ত করেছে চসিক


চট্টগ্রাম : নগরীর চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ডে খান চৌধুরী বাড়ী সড়কে দীর্ঘদিন ধরে থাকা ৪০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।

বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, অভিযানে উন্নয়ন কাজ চলমান থাকা খান চৌধুরী বাড়ী সড়কের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা ৪০টি দোকান উচ্ছেদ করে সড়কটি দখলমুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযানে চট্টগ্রাম মহানগর পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।