শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে করোনায় নারী চিকিৎসকের মৃত্যু

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২০ | ৪:০০ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রামে করোনাভাইরাসে একজন নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া চিকিৎসকের নাম সুলতানা লতিফা জামান আইরিন (৩৪)। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর পৌনে ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎকেরা।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ১১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

মৃত সুলতানা লতিফা জামান আইরিন চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগের রেজিস্ট্রার ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক মইজ্জুল আকবরের স্ত্রী। এই দম্পতির একটি মেয়ে সন্তান রয়েছে।

মা ও শিশু হাসপাতালের পরিচালক নুরুল হক বলেন, মা ও শিশু হাসপাতাল থেকে ছুটি নিয়ে চমেকে উচ্চতর কোর্সে পড়াশোনা করছিলেন আইরিন। গত চার মাস ধরে ছুটিতে ছিলেন তিনি। এ অবস্থায় তিনি করোনায় সংক্রমিত হন।

বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক মুজিবুল হক খান বলেন, চট্টগ্রামে প্রায় ৩০০ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আইরিনসহ ১১ জন মারা গেছেন।