চট্টগ্রাম সিটিতে পশুর বর্জ্য অপসারণে মাঠে ৪ হাজার পরিছন্নতাকর্মী

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে কোরবানিকৃত পশুর বর্জ্য অপসারণে কাজ করছে ৪ হাজার পরিছন্নতাকর্মী। ব্যবহার করা হচ্ছে ৩৫০টি গাড়ি। এছাড়া পশু জবাইকৃত স্থানে ২০ টন ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে।

বর্জ্য অপসারণ থেকে শুরু করে পরিত্যক্ত চামড়াও অপসারণ করবে কর্পোরেশনের কর্মীরা। রাতের মধ্যে পুরো নগরী পরিচ্ছন্ন করার ঘোষণা দেয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে।

আজ বিকেল ৩টার দিকে কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আলমাস সিনেমা সম্মুখস্থ ডাস্টবিনে কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন দিয়ে নগর পরিক্রমা শুরু করেন মেয়র নাছির।

এরপর তিনি হালিশহর পোর্ট কানেকটিং রোডস্থ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, নিমতলা বিশ্বরোড মোড়, মহাজন ঘাটা ডাস্টবিনে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন।

এসময় পরিচ্ছন্নকর্মীদেরকে স্বাস্থ্যবিধি মেনে কোরবানি ময়লা আবর্জনা অপসারণের নির্দেশনা দেন মেয়র আ জ ম নাছির।তিনি মাক্সবিহীন অবস্থায় দায়িত্ব পালনকারী পরিচ্ছন্ন কর্মীদেরকে মুখে মাক্স পরিয়ে দেন।

পরিদর্শনের সময় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, পরিচ্ছন্ন কর্মকর্তাবৃন্দ, নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, ওয়াহিদুল আলম শিমুল, লিটন রায় চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস এম মামুনুর রশীদ, মো তাজউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।