আর্মেনিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে আজারবাইজানে গেল তুর্কি জঙ্গিবিমান


আন্তর্জাতিক ডেস্ক : যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে আজারবাইজানে প্রবেশ করেছে তুরস্কের কয়েকটি এফ-সিক্সটিন জঙ্গিবিমান। আজারবাইজানে পৌঁছার পর বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সেগুলোকে স্বাগত জানানো হয়েছে।

তুর্কি বার্তা সংস্থা আনাতুলিয়া জানিয়েছে, যৌথ সামরিক মহড়ায় দুই দেশের সেনা ও বিমান বাহিনী অংশ নিচ্ছে। এরইমধ্যে মহড়া শুরু হয়েছে এবং ১০ আগস্ট পর্যন্ত তা চলবে। তবে বিমান মহড়ার ইতি টানা হবে ৫ আগস্ট।

বাকুসহ অন্তত পাঁচটি এলাকায় মহড়া চলছে। জঙ্গিবিমানের পাশাপাশি দুই দেশের সামরিক হেলিকপ্টারও এতে অংশ নিচ্ছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আজারবাইজান এমন সময় তুরস্কের সঙ্গে যৌথ মহড়া শুরু করেছে যখন প্রতিবেশী খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ আর্মেনিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনা চলছে।

সম্প্রতি আর্মেনিয়ার সেনাবাহিনী সীমান্তে আজারবাইজানের সেনাদের ওপর হামলা চালিয়েছে। এর ফলে আজারবাইজানের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে। তুরস্কে এ ঘটনায় আজারবাইজানের প্রতি সমর্থন ঘোষণা করেছে।