শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিদেশী বিনিয়োগ ও কর্মসংস্থান না থাকায় যুব সমাজ বিপথে : এরশাদ

প্রকাশিতঃ ২৭ ডিসেম্বর ২০১৭ | ৬:২৫ অপরাহ্ন

চট্টগ্রাম: বিদেশী বিনিয়োগ ও দেশে কর্মসংস্থান না থাকায় যুব সমাজ বিপথে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। চট্টগ্রামে সফরে এসে বুধবার বিকেলে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে কর্মসংস্থান নেই। বিদেশী বিনিয়োগ নাই। যুব সমাজ বিপথে চলে যাচ্ছে। অনেকে মাদকাসক্ত হচ্ছে। এটা আমাদের জন্য ভালো খবর নয়। দেশের জন্য এটা সম্মানজনক নয়। এটা লজ্জাজনক ব্যাপার। সরকারের প্রয়োজন এখন, বিদেশী বিনিয়োগ নিয়ে আসা। শিল্প-কারখানা গড়ে তোলা। শিক্ষিত যুবকদের জন্য কর্মস্থানের ব্যবস্থা করা।

রংপুর নির্বাচন নিয়ে এরশাদ বলেন, আমি অভিভ’ত হয়েছি। উৎফুল্ল হয়েছি। জাতীয় পার্টি জেগে উঠেছে। নির্বাচনের আগে বলেছিলাম, এটা ইসির জন্য পরীক্ষা। সুষ্ঠু নির্বাচন করতে পারেন কিনা- একটা অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে পারেন কিনা- এটা প্রথম পরীক্ষা। সে পরীক্ষায় নির্বাচন কমিশন উত্তীর্ণ হয়েছে। রংপুর নির্বাচন আদর্শ নির্বাচন হয়েছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। আমার মনে হয়, প্রথমবারের মত বাংলাদেশে এমন সুন্দর নির্বাচন হয়েছে।

রংপুর নির্বাচনের ধারাবাহিকতা জাতীয় নির্বাচনে থাকবে কিনা- প্রশ্নে এরশাদ বলেন, এ ব্যাপারে কথা বলা উচিত হবে না। কারণ আওয়ামী লীগ আমাদের চেয়ে অনেক বেশী শক্তিশালী দল। তবে আমরা সংগঠিত হচ্ছি। আমাদের ৩০০ আসনে প্রার্থী আছে। অধিকাংশ প্রার্থী জয়ী হতে পারবে কিনা, সে ব্যাপারে আমরা নিশ্চিত নই। কর্মীদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে। সুষ্টু নির্বাচন হলে আমরা ভালো করবো।

এসময় সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মাহজাবীন মোরশেদ, দলের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।