শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোবাইল ইন্টারনেট সেবা চালু

প্রকাশিতঃ ৩০ ডিসেম্বর ২০১৮ | ৭:১৭ অপরাহ্ন


ঢাকা: মোবাইলের ইন্টারনেট সেবা চালু করেছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনার পরই চালু হয় মোবাইলে ইন্টারনেট সেবা।

বিটিআরসি সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনায় রোববার সন্ধ্যায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দিষ্ট সময়ের ৬ ঘন্টা আগে মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়েছে। নির্দেশনা অনুযায়ী আজ রোববার রাত ১২টার পর মোবাইল ইন্টারনেট চালু হওয়ার কথা ছিল। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার ২ ঘণ্টা পরে (সন্ধ্যা ৬টার দিকে) টুজি, থ্রিজি ও ফোরজি ইন্টারনেট উন্মুক্ত করে দিয়েছে অপারেটররা।

ভোটের আগের দিন শনিবার রাত ১১টার দিকে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে নির্দেশনা পাঠিয়ে ইন্টারনেট সেবা বন্ধ করেছিল বিটিআরসি। শনিবার দুপুর থেকে ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ করে টু-জি সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। কিন্তু শনিবার রাত ১১ টার পর থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত টু-জি সেবাও বন্ধের নির্দেশনা দেওয়া বিটিআরসির পক্ষ থেকে।