শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘দুর্নীতি রুখতে এক্সপার্ট নিয়োগ দেবে দুদক’

প্রকাশিতঃ ১১ জুলাই ২০১৯ | ৫:৫৯ অপরাহ্ন


কুষ্টিয়া : দুর্র্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার এএফএম. আমিনুল ইসলাম বলেছেন, দুদকের বিস্তৃত কর্মক্ষেত্রে সকল ধরনের দুর্নীতি রুখতে সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক এক্সপার্ট নিয়োগ দেয়া হবে।

তিনি বলেন, ইতোমধ্যে দুদক বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। দুদক এখন নিজে মামলা ফাইলসহ চার্জশীট প্রদান করছে। নিজস্ব গোয়েন্দা বাহিনী নিয়োগ দেয়া হয়েছে। নিজস্ব এনফোর্সমেন্ট টিম আছে, তাদের নিরলস কাজের মধ্যদিয়ে ভবিষ্যতে আগামী কয়েক বছরের মধ্যে দুর্নীতি থাকবে না।

বৃহষ্পতিবার কুষ্টিয়া চৌড়হাস এলাকায় দুদকের নতুন ভবন উদ্বোধনকালে তিনি একথা বলেন।

দুদক কমিশনার বলেন, দুদকে সকল বিষয়ে দক্ষ এক্সপার্টের অভাব আছে। সীমাবদ্ধতার কারণে দেশের সব জায়গায় এখনও অফিস খুলতে পারেনি। কারণ দুদকে কাজের যে ধরণ সেখানে হঠাৎ করে কাউকে নিয়োগ দিয়েই কাজ করানো সম্ভব নয়। সেকারণে নিয়োগ দেয়ার সাথে সাথে তাদের ট্রেনিং করিয়ে পোস্টিং দেয়ার মাধ্যমে কাজ এগিয়ে নেয়া হচ্ছে।

কুষ্টিয়াতে দুদক এতোদিন অন্যের ভাড়া বাসায় কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখিন হতো। এখন থেকে দুদকের নিজস্ব ভবন উদ্বোধনের মাধ্যমে কর্মকর্তরা স্বাচ্ছন্দে নতুন উদ্যেমে কাজ করবেন বলে দুদক কমিশনার আশাবাদ ব্যক্ত করেন।

কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত সহ দুদকের উর্দ্ধতন কর্মকর্তা ও টাস্কফোর্স টিমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দুদক ভবনের সামনে একটি নিম গাছ রোপন করেন কমিশনার।