শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টানা বৃষ্টিতে চন্দনাইশের নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিতঃ ১৩ জুলাই ২০১৯ | ১০:২১ অপরাহ্ন

চট্টগ্রাম : টানা বৃষ্টিতে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের পাঠানিপুল এলাকায় পাহাড়ি ঢলের পানি মহাসড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে সাঙ্গু নদীর পানি বিপদসীমার ৩-৪ ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ১২ জুলাই ভোর থেকে নদীতে পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পেয়ে নদীর দু’কুল ভাসিয়ে বারুদখানা, চাগাচর, কিল্লাপাড়া, পূর্ব দোহাজারী, জামিজুরী, বৈলতলী, বরমা, বরকল, সাতকানিয়া থানার খাগরিয়া, কাটগড়, মৈশামুড়া, কালিয়াইশ, নলুয়া, মরফলা, ধর্মপুর, বাজালিয়ার হাজার হাজার বসতঘরে পানি ঢুকে পড়েছে। পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে ফসলি জমি ও মৎস্য খামার। পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে হাজার হাজার পরিবার।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার আ ন ম বদরুদ্দোজা বলেন, চন্দনাইশে দুই পৌরসভাসহ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জন্য উপজেলার সাইক্লোন শেল্টারগুলো খুলে দেওয়া হয়েছে। সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ চলছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার চেয়ারম্যান ও মেম্বারদেরকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবস্থানরত পরিবারগুলোকে মাইকিং করে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

একুশে/এসসি