ত্রিদেশীয় টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকায়

ঢাকা : বাংলাদেশ, জিম্বাবুয়েছাড়াও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় দলটি হচ্ছে আফগানিস্তান। যারা ইতিমধ্যেই বাংলাদেশে অবস্থান করছে এবং চট্টগ্রামে একমাত্র টেস্টের সিরিজ খেলছে। জিম্বাবুয়ের হয়ে এই ত্রি-দেশীয় সিরিজে অংশ নিতে পারছেন না অলরাউন্ডার সিকান্দার রাজা। শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাকে ছাড়াই দল ঘোষণা করে জিম্বাবুয়ে।

বিসিবির অনরোধে জিম্বাবুয়ে সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নেমেছে হ্যামিল্টন মাসাকাদজার নেতৃত্বাধীন দলটি। এরপর হোটেল সোনারগাঁয়ে নিয়ে যাওয়া হয়েছে দলটিকে।

১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। টুর্নামেন্ট শুরুর আগে জিম্বাবুয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লায়।

জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকাদজার শেষ সিরিজ এটি। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। বাংলাদেশে খেলেই ব্যাট-প্যাড তুলে রাখবেন তিনি।

একুশে/এসসি