শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘পশ্চিমবঙ্গে নাগরিক তালিকার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ’

প্রকাশিতঃ ১১ সেপ্টেম্বর ২০১৯ | ১২:৫১ অপরাহ্ন

ভারত : পশ্চিমবঙ্গে নাগরিক তালিকা করার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মোদি সরকারের ১০০ দিন উপলক্ষে মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন স্মৃতি। তিনি তুলে ধরেন ১০০ দিনে মোদি সরকারের সাফল্যের খতিয়ান।

এসময় মমতাকে কটাক্ষ করে স্মৃতি বলেন, এক সময় ভুয়া ভোটার আটকাতে সচিত্র ভোটার কার্ডের পক্ষে বলেছেন মুখ্যমন্ত্রী। এটা মমতার দ্বিচারিতা।

কিন্তু সচিত্র ভোটার কার্ডের আন্দোলনের সঙ্গে নাগরিক পঞ্জির কী সম্পর্ক? এমন প্রশ্ন এড়িয়ে স্মৃতির জবাব, ‘অনুপ্রবেশকারীদের আটকাতে পশ্চিমবঙ্গ-সহ পুরো দেশেই নাগরিক তালিকা হবে। এটা বিজেপির ঘোষিত সিদ্ধান্ত।’

অন্য দিকে, যে প্রক্রিয়ায় আসামের চূড়ান্ত নাগরিক তালিকা হয়েছে তার বিরোধিতা করে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। মমতারও সেই মিছিলে যোগ দেওয়ার কথা।

এদিনের সংবাদ সম্মেলনে তৃণমূলের সমালোচনা করে স্মৃতি আরো বলেছেন, রাজ্য সরকার যে দুর্নীতিপরায়ন, তা কাটমানি নিয়ে তাদের অবস্থান থেকেই স্পষ্ট। কাটমানি ফেরত নেওয়ার জন্যও এ রাজ্যে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। তথ্যসূত্র: আনন্দবাজার।

একুশে/ডেস্ক/এসসি