শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাইজেরিয়ায় তাজিয়া মিছিলে পুলিশের গুলি, নিহত ১২

প্রকাশিতঃ ১১ সেপ্টেম্বর ২০১৯ | ২:৩৮ অপরাহ্ন

নাইজেরিয়া : নাইজেরিয়ায় পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের গোষ্ঠীর মিছিলের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে দেশটির পুলিশ। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে দেশটির শিয়া গোষ্ঠী অভিযোগ করেছে। খবর আল-জাজিরার।

ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়া (আইএমএন) নামের ওই শিয়া গোষ্ঠীর এক মুখপাত্র ইব্রাহিম মুসা বলেছেন, মঙ্গলবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা, বাউচি, গম্বে, সকতো এবং কাটসিনা অঞ্চলে মিছিলরত শিয়া সম্প্রদায়ের লোকদের গুলি করে হত্যা করা হয়।

এছাড়া পুলিশের হামলার আরও অনেকে আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। গত জুলাইতে আইএমএন নাইজেরিয়াতে নিষিদ্ধ করা হয়।

ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, নাইজেরিয়ার পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়েছে। এছাড়া রাজধানী আবুজায় আশুরার শোক মিছিল করতে দেওয়া হয়নি।

একুশে/ডেস্ক/এসসি