শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় দুই দিনব্যাপী সাহিত্য-সাংস্কৃতিক স্বর্ণপদক প্রতিযোগিতা

প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০১৯ | ১০:৫৯ অপরাহ্ন


চট্টগ্রাম: বাংলা সাহিত্যের অমর পুঁথি গবেষক মুন্সী আবদুল করিম সাহিত্যবিশারদের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়ায় সাহিত্যবিশারদ স্মৃতি সংসদের উদ্যোগে দুইদিনব্যাপী ‘সাহিত্য-সাংস্কৃতিক স্বর্ণপদক প্রতিযোগিতা’১৯’ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সাহিত্য প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে দুইদিনের এ কর্মসূচি শুরু হয়।

এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান উপজেলার সুচক্রদন্ডী এলাকায় এক উদ্বোধনী অনুষ্ঠান সাহিত্য বিশারদ স্মৃতি সংসদের উপদেষ্টা প্রদীপ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ।

সংগঠনের সভাপতি সাইফুল্লাহ্ পলাশ স্বাগত বক্তব্য দেন। সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, অধ্যাপক ভগিরত দাশ, প্রাবন্ধিক রাশিদুল হক মিজান, শওকত হাসান লিটন, গফফারুল বশর (মনু), সোহেল মুহাম্মদ নিজাম উদ্দীন, নাজিম উদ্দীন বাহাদুর, হামীম রায়হান, রনি দে, এড.বাপ্পা ঘোষ, পলাশ চক্রবর্তী, সাইফুল ইসলাম বিপু, সঞ্জয় দে টিটু, পিকলু চক্রবর্তী, রোকন উদ্দীন, গিয়াস উদ্দীন ফরহাদ, তিলক দে টিপু,মাকসুদুর রহমান, জিয়াউল হক রুবেল, রাসেল সেন, জে.এ. রুবেল, উৎস দে, আরফাতুল ইসলাম।

সাহিত্য প্রতিযোগিতার বিচারক ছিলেন অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, অধ্যাপক ভগিরত দাশ, রাশিদুল হক মিজান, আব্দুস সাত্তার, হামেদ হাসান; চিত্রাঙ্কনের বিচারক ছিলেন শুভাশীষ দাশ রূপক। নৃত্য পরিচালনার বিচারক ছিলেন রমজান আলী ও রাকিব আহম্মেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা সাহিত্যের অমর পুঁথি গবেষক মুন্সী আবদুল করিম সাহিত্যবিশারদের মত গুণিজনদের স্মরণ করতে হবে। তিনি দূর্লভ পুঁথি সংগ্রহ ও চর্চার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

একুশে/প্রেস বিজ্ঞপ্তি