ইরফানের বোলিং তোপে দু’দিনেই ম্যাচ জিতেছে চট্টগ্রাম


রাজশাহী : ইরফান হোসেনের বোলিং তোপে দু’দিনের মধ্যে ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচ জিতে নিলো চট্টগ্রাম বিভাগ। ইরফানের ৬ উইকেট শিকারে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রাম ৯ উইকেটে হারায় সিলেট বিভাগকে। এর আগে বৃষ্টির কারণে এ ম্যাচের প্রথম দু’দিন পরিত্যক্ত হয়েছিলো।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে এ ম্যাচে প্রথমবারের মত তৃতীয় দিন খেলতে নামে চট্টগ্রাম-সিলেট। চট্টগ্রামের ডান-হাতি পেসার ইরফানের বোলিং তোপে ১৬৩ রানেই অলআউট হয় সিলেট। ৫৭ রানে ৬ উইকেট শিকার করেন ইরফান।

জবাবে পিনাক ঘোষের ৮৩ বলে ১০০ রানের সুবাদে ৯ উইকেটে ২২৯ রানে প্রথম ইনিংস ঘোষনা করে চট্টগ্রাম। ফলে প্রথম ইনিংস থেকে ৬৬ রানের লিড পায় চট্টগ্রাম।

ম্যাচের চতুর্থ ও শেষ দিন নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ১০৯ রানেই অলআউট হয় সিলেট। ফলে ম্যাচ জয়ের জন্য মাত্র ৪৪ রানের টার্গেট পায় চট্টগ্রাম। ৪০ বল মোকাবেলায় লক্ষ্যে পৌঁছে চট্টগ্রাম।

দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের পক্ষে বল হাতে ৩০ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁ-হাতি পেসার মেহেদি হাসান রানা।
ম্যাচ সেরা হয়েছেন চট্টগ্রামের ইরফান হোসেন।

সংক্ষিপ্ত স্কোর :
সিলেট বিভাগ : ১৬৩ ও ১০৯, ৩৯ ওভার (কাপালি ৩১, রেজাউর রহমান ১৬*, রানা ৫/৩০)।
চট্টগ্রাম বিভাগ : ২২৯/৯ ডি ও ৪৫/১, ৬.৪ ওভার (শুক্কুর ২৬*, পিনাক ১০*, শাহানুর ১/৯)।
ফল : চট্টগ্রাম ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : ইরফান হোসেন (চট্টগ্রাম বিভাগ)।