শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রকাশিতঃ ৮ ডিসেম্বর ২০১৯ | ১:২৫ অপরাহ্ন


কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই ডাকাত দলের কথিত বন্দুকযুদ্ধে একজন ‘ডাকাত’ নিহত হয়েছেন। এ সময় শিশুসহ দুই রোহিঙ্গা আহত হয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা শামসুল আলম (৩৫)। তিনি নিহত ডাকাত নুর আলমের ভাই।

স্থানীয় রোহিঙ্গরা জানিয়েছেন, শনিবার রাতে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপ ও ইতিপূর্বে আইনশৃংঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গা ডাকাত নুরুল আলমের অনুসারীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধের এ ঘটনায় জকির গ্রুপের এক ডাকাত নিহত হয়। এ সময় শামসুল আলম নামে এক ডাকাত এবং শিশু মো. রশিদ ফয়সাল গুলিবিদ্ধ হয়েছে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক ( অপারেশন) রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে ক্যাম্পের গণস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জনান পুলিশের এই কর্মকর্তা।