শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ১৩-১৪ ফেব্রুয়ারি

৩১ জানুয়ারির মধ্যেই নিবন্ধন

প্রকাশিতঃ ১১ জানুয়ারী ২০২০ | ১:২৮ অপরাহ্ন

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হবে আগামী  ১৩ ও ১৪ ফেব্রুয়ারি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার এ সংক্রান্ত নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন বৃহস্পতিবার।

আগামী ৩১ জানুয়ারি পযন্ত বিভাগ ছাড়াও নগরের ওমর গণি এমইএস কলেজ ও বাদশা মিয়া রোডের চারুকলা ইন্সটিটিউটের তথ্যকেন্দ্রে চলবে নিবন্ধন কার্যক্রম।

দুইদিনব্যাপী সুবর্ণজয়ন্তীতে থাকবে স্মৃতিচারণ, সেমিনার, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আরআই চৌধুরী ১৯৬৮ সালে চবিতে রাজনীতি বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন, যিনি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন।    এ বিভাগের শিক্ষক অধ্যাপক এম বদিউল আলম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক মুহাম্মদ শামসুদ্দীন উপ উপাচার্য এবং অধ্যাপক মোহাম্মদ আবদুল হাকিম বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য হয়েছিলেন।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি