শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাউজানে বাস উল্টে প্রাণ গেল দুইজনের, আহত ২৫

প্রকাশিতঃ ২৮ জানুয়ারী ২০২০ | ১:৪৬ অপরাহ্ন


চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলীতে চন্দ্রঘোনাগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গিয়ে নারীসহ দুইজন নিহত ও ২৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পাহাড়তলী বাজারের পাশে পিংক সিটি ২ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে ছেড়ে গিয়েছিল।

নিহতরা হলেন, রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মালেক এর স্ত্রী জাহানারা বেগম (৫৫), কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে মো. ইমাম (৪৫)।

এছাড়া এ ঘটনায় চুয়েটের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক ও পেট্রোলিয়াম এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাদিয়া মেহজাবিন আহত হয়েছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ বলেন, পাহাড়তলী বাজারের পাশে পিংক সিটি ২ সংলগ্ন এলাকায় একটা যাত্রীবাহী বাসটি উল্টে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুইজন নিহত ও প্রায় ২৫ জন আহত হয়েছে। গাড়ির নিচেও চাপা পড়ে থাকতে পারে ১৫-২০ জন। ঘটনাস্থলে গেলেই বাকিটা বলতে পারবো। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। গাড়িটা এখনও উঠানো সম্ভব হয়নি।

দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনায় আহত কাউকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়নি বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার।