শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অভাবের কারণে হোমিও চিকিৎসকের আত্মহত্যা!

প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারী ২০২০ | ২:৪৪ অপরাহ্ন


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় একজন হোমিও চিকিৎসকের ঝুলন্ত মরদেহ তার চেম্বার থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল দশটার দিকে উপজেলার আদালত রোডের লাকী হোমিও চিকিৎসালয় থেকে চিকিৎসক সজল খাস্তগীরের (৫০) লাশটি উদ্ধার করা হয়।

মৃত সজল খাস্তগীর পটিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের মৃত প্রভাত খাস্তগীরের ছেলে।

পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে নিজের চেম্বারে আসের সজল খাস্তগীর। সকাল দশটার দিকে পাশ্ববর্তী দোকানদার হঠাৎ দেখতে পান, সিলিং ফ্যানের সাথে ঝুলে আছেন চিকিৎসক সজল।

সাথে সাথে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পটিয়ার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলতেই বেরিয়ে আসে, পারিবারিক অভাব অনটনের কথা।

পটিয়া থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন ভূঁইয়া বলেন, আমরা সজল খাস্তগীরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তাদের পরিবারের অভাব-অনটন ছিল। যার কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এর জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা।