বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাবে


ঢাকা : রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত হলেও আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে এবং বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাবে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান এ কথা বলেন। তিনি বলেন, এছাড়া আগামী তিনদিন বজ্রসহ বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১৪ মিনিটে।