বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা চিকিৎসায় ৮ টিম গঠন করছে চট্টগ্রামের বিআইটিআইডি

প্রকাশিতঃ ২৬ মার্চ ২০২০ | ১০:৪০ পূর্বাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় চিকিৎসক-নার্সদের সমন্বয়ে অন্তত ৮টি বিশেষায়িত টিম গঠনের পরিকল্পনা করেছে সীতাকুণ্ডে বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)।

বিআইটিআইডির পরিচালক প্রফেসর ডা. এম এ হাসান বলেন, অন্তত ৮টি বিশেষায়িত টিম গঠন করতে চাই আমরা। তবে আমাদের হাসপাতালে জনবল সংকট আছে। এজন্য জনবল চেয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত পেয়ে যাবো।

বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডি বর্তমানে ৮ জন কনসালটেন্ট ও ১৮ জন মেডিকেল অফিসার আছেন। যারা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে সক্ষম। তবে বিশেষায়িত টিম গঠনের ক্ষেত্রে চিকিৎসকদের এ সংখ্যা পর্যাপ্ত নয় বলছেন সংশ্লিষ্টরা।

এদিকে বিআইটিআইডি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ১০০ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত এই হাসপাতালে গতকাল বুধবার কিট আসার পর তিনজনের করোনা পরীক্ষা হয়েছে। উক্ত পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার জানানোর কথা রয়েছে।