মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশে নতুন ৫ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৪৪

প্রকাশিতঃ ২৬ মার্চ ২০২০ | ৪:২৩ অপরাহ্ন


ঢাকা : বাংলাদেশে নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসের রোগী শনাক্তের কথা জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বৃহস্পতিবার আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইনে সংবাদ সম্মেলনে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত পাঁচজনই পুরুষ। দেশে এ নিয়ে করোনায় মোট আক্রান্ত ৪৪ জন।

তিনি জানান, আরও চারজন এই রোগ থেকে আরোগ্য লাভ করেছেন। এনিয়ে মোট ১১ জন করোনাভাইরাস থেকে আরোগ্য লাভ করলেন।

বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচজন করোনাভাইরাসে মারা গেছেন।

এদিকে করোনাভাইরাসে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৩১৩ জনে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বব্যাপী এ প্রাণঘাতী ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৭৯০ জন। তাদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ৯১১ জন সুস্থ হয়েছেন।

কোভিড-১৯ বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।