করোনায় মৃত্যু বেড়ে ২০, মোট আক্রান্ত ২১৮


ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টার নতুন করে মরণঘাতী করোনায়ভাইরাস শনাক্ত হয়েছে ৫৪ জনের দেহে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৮ জনে। এছাড়া করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

ঠিক এক মাস আগে মার্চের ৮ তারিখে দেশে প্রথমবারের মত তিনজনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ার পর একদিনে আক্রান্তের এটাই সর্বোচ্চ সংখ্যা।

বুধবার বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে গত ২৪ ঘণ্টার করোনাভাইরাসের সর্বশেষ তথ্য তুলে ধরা হয়। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য তুলে ধরেন।

সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ঢাকার ৩৯ জন। আর বাকি ১৫ জন ঢাকার বাহিরের। আক্রান্তদের মধ্যে ১৫ জন তরুণ ও পাঁচজন কিশোর।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।