পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছে আম্পান


কলকাতা : বুধবার বিকেলে ভারতের পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘আম্পান’। ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার গতিতে বইছে ঝড়। কখনো কখনো তা বেড়ে ১৮৫ কিলোমিটারও হচ্ছে।

শক্তি আগের চেয়ে কিছুটা কমলেও এখনো মারাত্মক এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যে তার প্রভাবও টের পাওয়া যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর, দুই পরগনা, হাওড়াস, হুগলি ও কলকাতায় বৃষ্টি ও ঝড় বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। খবর হিন্দুস্তান টাইমসের।

দেশটির আবহাওয়া বিভাগের দুপুর তিনটার বুলেটিন অনুযায়ী, ওড়িষ্যার পারাদ্বীপের উত্তর ও উত্তর-পূর্বে ১৯০ কিলোমিটার, দিঘার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৬৫ কিলোমিটার, সাগরের দক্ষিণে ৩৫ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়ার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে ২২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে আম্পান।