চট্টগ্রাম : চট্টগ্রাম আদালত ভবনে পুলিশের ওপর হামলার অভিযোগে উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) পৌনে ৪টার দিকে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
দলীয় সুত্র জানায়, বিকালে নাসিমন ভবনের সামনে বেগম জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে প্রতিবাদ সভা শেষ করে যাওয়ার সময় বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত ভবনে হামলার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় বেলায়েত হোসেন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন বলে জানায় সুত্রটি। অন্যান্য মামলায় তিনি জামিনে আছেন।
কোতোয়ালী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন বলেন, বিএনপি নেতা বেলায়েত হোসেনের বিরুদ্ধে আদালত ভবনে পুলিশের ওপর হামলার অভিযোগসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
একুশে/এসসি