চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় মো. ইউসুফ (২৮) নামে এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে একটি কাভার্ড ভ্যান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান আকবর শাহ থানার উপ-পরিদর্শক ধীমান মজুমদার।
তিনি বলেন, রাস্তায় এক ব্যক্তির লাশ পড়ে আছে খবরে সিটি গেইট এলাকায় গিয়ে জানতে পারি, লাশটি একটি কাভার্ড ভানের চালকের সহকারীর।
‘চালক জানিয়েছেন, মালামাল নিয়ে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের সিটি গেইটে আসার পর ইউসুফ গুরুতর অসুস্থ হয়ে মারা যান।’
এসআই ধীমান মজুমদার বলেন, অসুস্থতাজনিত কারনে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।