চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বুধবার উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝটিকা পরিদর্শনে যান।
এ সময় তিনি দেখতে পান বিদ্যালয়ের শ্রেণীকক্ষে নোংরা, অপরিছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ। পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ইউএনও নিজে শ্রেণীকক্ষ পরিস্কারে নামেন।
এর আগে দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণীকক্ষে ইট, বালু, লোহার রড, ভাঙ্গা বালতি, চেয়ার টেবিল পড়ে ছিল। শ্রেণীকক্ষ নিয়মিত পরিস্কার না করায় সেখানে পিঁপড়াসহ নানা বিষাক্ত পোকা বাসা বাঁধে।
ইউএনও রুহুল আমিন একুশে পত্রিকাকে বলেন, এখন থেকে শ্রেণীকক্ষ নিয়মিত পরিস্কার রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
পরিদর্শনের সময় ইউএনও’র সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ।