চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে আগামীকাল বুধবার (২১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস মহোৎসব।
উপজেলার শাকপুরার আদি রাসস্থলী শ্রী শ্রী রাসবিহারী ধামে ২১,২২ ও ২৩ নভেম্বর তিনদিনব্যাপী চলবে এই মহোৎসব।
বিকাল ৪টায় মহতী ধর্মসভার মাধ্যমে শুরু হবে রাস মহোৎসব।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা রমনা কালী মন্দিরের উপদেষ্টা ও বিশিষ্ট ধর্মানুরাগী শ্রী মিলন শর্ম্মা।
ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ধর্মীয় বক্তা শ্রী শ্রী স্বামী সজলানন্দগিরি মহারাজ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক বাবু সুকান্ত ভট্টাচার্য্য।
রাত ১০টায় নামসংকীর্তনের শুভ অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে মহোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এছাড়া ২২ ও ২৩ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার অষ্টপ্রহরব্যাপী চলবে শ্রী শ্রী বিগ্রহের পূজা, নাম সংকীর্তন, রাসমেলা ও মহাপ্রসাদ বিতরণ।