শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোটের সঠিক তথ্য জানাবে মিডিয়া সেন্টার

প্রকাশিতঃ ২৩ ডিসেম্বর ২০১৮ | ৬:৩৯ অপরাহ্ন

ঢাকা : নির্বাচনকেন্দ্রীক গুজব প্রচার ঠেকাতে একটি মিডিয়া সেন্টার চালুর সিন্ধান্ত নিয়েছে সরকার। এই মিডিয়া সেন্টার থেকে নির্বাচনের সঠিক তথ্য প্রচার করা হবে।

ঢাকার সোনারগাঁও হোটেলে আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর সার্বক্ষণিক এই মিডিয়া সেন্টার থেকে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষকরা তথ্য সংগ্রহ করবে পারবেন বলে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন।

রোববার (২৩ ডিসেমম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

তারানা হালিম বলেন, এবার সঠিক তথ্য প্রচারে একটি মিডিয়া সেন্টার চালু রাখার সিন্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচন কমিশন থেকে ভোটের তথ্য সংগ্রহের পর মিডিয়া সেন্টারে তা ডিজিটালি ডিসপ্লে করব। ভোটের সব সঠিক তথ্য প্রচার করবে এই মিডিয়া সেলটি। এই মিডিয়া সেলটিতে ৩ শিফটে ৭জন করে কর্মকর্তা দায়িত্বে থাকবেন।

তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে চিঠি দিয়ে এই মিডিয়া সেন্টারের বিষয়ে অবহিত করা হবে জানিয়ে তারানা বলেন, তারাও সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। বিদেশি পর্যবেক্ষকদের সহায়তা দিতে ঢাকা বিমানবন্দরে আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর তথ্য অধিদপ্তরের একটি বুথ থাকবে।

বাংলাদেশ টেলিভিশন ও বেতারে নির্বাচনের ফলাফল ৩০ মিনিট পর পর বা প্রয়োজনে বিশেষ বুলেটিন প্রচার করা হবে; বলেন তিনি।

একুশে/এসসি