শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীলংকার হাইকমিশনের শোকবইয়ে পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

প্রকাশিতঃ ২৪ এপ্রিল ২০১৯ | ১০:১১ অপরাহ্ন

ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বুধবার ঢাকাস্থ শ্রীলংকার হাইকমিশনে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এসময় শ্রীলংকার হাইকমশিনার ক্রিসানথে ডি সিলভা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো: তৌহিদুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

স্বাক্ষরকালে ড. মোমেন সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সব ধরনের ‘জিরো টলারেন্স’ নীতি উল্লেখ করে বলেন, বাংলাদেশ সন্ত্রাস দমনে শ্রীলংকাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে। এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালনেরও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এ দুঃসময়ে শ্রীলংকার সরকার ও জনগণের পাশে থাকারও আশ্বাস দেন। এ ছাড়া তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি