বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

‘সচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো দূর করা সম্ভব’

প্রকাশিতঃ ২৪ অগাস্ট ২০১৯ | ৫:৫৮ অপরাহ্ন


চট্টগ্রাম: সচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক।

শনিবার সকালে নহরের চান্দগাঁওস্থ সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন ‘প্রিয় চট্টগ্রাম’ এর উদ্যোগে আয়োজিত মাদক ও ইভটিজিং বিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।

পুলিশ কর্মকর্তা বিজয় বসাক বলেন, নিজ নিজ অবস্থান থেকে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। প্রতিবাদের মাধ্যমে ইভটিজিং ও মাদকের মতো সামাজিক সমস্যাগুলো নিরাময়ে প্রয়োজনে আইনের সাহায্য নিতে হবে।

প্রধান অতিথি নিজের জীবনের উদাহরণ টেনে শিক্ষার্থীদের প্রতি বলেন, শত দুষ্টুমির পরও লেখাপড়া ঠিক রাখতে হবে। দেশকে ভালোবাসতে হবে।

সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনছুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মেসবাহ উদ্দিন তুহিন। সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সভাপতি ওসমান ফারুকী হিমাদ্রী।

প্রিয় চট্টগ্রামের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোরতাজা আহমেদ নঈমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন প্রিয় চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সভাপতি মুহাম্মদ মেহবুব আলী।

কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিয় চট্টগ্রামের অর্থ সম্পাদক মাহমুদুল ইসলাম রাজু, যুগ্ম অর্থ সম্পাদক এসকান্দর নবী, যুগ্ম প্রচার সম্পাদক ডা. খুবাইবুর রহমান আসিফ, শিক্ষা সম্পাদক আহসানুল ইসলাম আরাফাত, সদস্য জয়নাল আবেদীন তামীম, সাজিদ মির্জা, সাজ্জাদ বিন আলম, ইসমাম আহমেদ, জামশেদুল আলম, শওকতুল ইসলাম, শেখ মো. জালাল, আবু সিদ্দিক চৌধুরী রায়হান, আশরাফ মুন্না প্রমুখ।