বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগের অনেক রাজাকারের নাম তালিকায় নেই : ফখরুল

প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০১৯ | ১:২৪ অপরাহ্ন


ঢাকা: আওয়ামী লীগে অনেক রাজাকার আছে, যাদের নাম রাজাকারের প্রকাশিত তালিকায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুর ১২টায় বিজয় দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

রাজাকারের তালিকা প্রকাশ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‌‘এই সরকার নিজেদের প্রয়োজনে রাজনৈতিক হীন উদ্দেশ্যে বিভিন্ন তালিকা করছে। রাজাকারদের তালিকা সঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে তা এখনই বলা যাবে না। আওয়ামী লীগে অনেক রাজাকার আছে যাদের নাম তালিকায় নেই। এ তালিকা তৈরি হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে।’

এ সময় রাজাকারদের সুষ্ঠু তালিকা করা হোক- বিএনপি এই প্রত্যাশা করে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে মির্জা ফখরুল উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আব্দুস ছালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী-খান সোহেল, কেন্দ্রীয় নেতা ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক খান, কাজী আবুল বাশার, আমিরুল ইসলাম আলীম, তাইফুল ইসলাম টিপু, আফরোজা আব্বাস, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ আরও অনেক নেতাকর্মী।