শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা-শনাক্ত শুনে ঈশ্বরদী থেকে পালিয়েছেন রাঙ্গুনিয়ার বদিউল

প্রকাশিতঃ ৬ জুন ২০২০ | ১০:১৯ অপরাহ্ন

মোয়াজ্জেম হোসেন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : করোনা-শনাক্ত হওয়ার পর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক ব্যক্তি উধাও হয়ে গেছেন। তার নাম বদিউল আলম (৬০)। তিনি উপজেলার জঙ্গল ঘাটচেক এলাকার মৃত শামসুল আলমের ছেলে।
শনিবার বিকেলে রাঙ্গুনিয়া থানার পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম একুশে পত্রিকাকে  বলেন, পাবনার ঈশ্বরদী থানা থেকে তাকে জানানো হয়, শুক্রবার ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়। এরপর থেকে তাকে কর্মস্থলে পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে। তাকে না পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ আজ রাঙ্গুনিয়া থানাকে বার্তা দেয়।
এদিকে রাঙ্গুনিয়া থানা পুলিশ ওই ঠিকানায় খোঁজ করেও তার সন্ধান পায়নি। বাড়িতেও আসেননি তিনি।