বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ডেঙ্গুর পর করোনায় আক্রান্ত আইনজীবীর মৃত্যু

প্রকাশিতঃ ৬ জুন ২০২০ | ৯:৫০ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়া এক আইনজীবী মারা গেছেন।

শনিবার বিকেলে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইনজীবী নুরুল কায়সার বেলাল (৫৭) মারা যান।

প্রয়াতের ছোটবোন শিরিন আক্তার জানান, নুরুল কায়সার বেলাল আটদিন আগে অসুস্থ হয়ে পড়েন। তখন পরীক্ষা করে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। পরে শ্বাসকষ্ট হলে নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়।

এরপর সেখানে চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার তাকে মা ও শিশু হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। একইদিন নমুনা পরীক্ষায় আইনজীবী বেলালের করোনাভাইরাস শনাক্ত হয়। শনিবার বিকেলেই মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নুরুল কায়সার বেলাল ৯০ দশকে ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম নগর কমিটির সমাজকল্যাণ সম্পাদক ছিলেন এবং খেলাঘরের সাথেও যুক্ত ছিলেন।