ঢাকা: মাত্র এক শটে পিছিয়ে থাকার কারণে মরিশাসে অনুষ্ঠিত আফ্রো-এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমান। ১০ লক্ষ ডলারের এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারলে প্রচুর টাকা নিয়ে দেশে ফিরতে পারতেন তিনি। রানারআপ হয়ে সিদ্দিকুর পান প্রায় এক লাখ ২৬ হাজার ডলার। বাংলাদেশি মূদ্রায় যা প্রায় এক কোটি টাকা।
শেষ রাউন্ডে পারের চেয়ে ৫ শট কম খেলে তাকে থাকতে হয়েছে দুই নম্বরে। তৃতীয় রাউন্ডে সিদ্দকুরের চেয়ে পিছিয়ে থেকেও চতুর্থ রাউন্ডে পারের চেয়ে ৬ শট কম খেলে জেউংহান হন চ্যাম্পিয়ন ।
এদিকে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ না হলেও অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণের পথে সিদ্দিকুরের। মরিশাস ওপেনে ভাল করার ফলে ৪০৬ থেকে তিনি উঠে এসেছেন ২৭৪ এ। আর অলিম্পিক র্যাঙ্কিয়ের ৫৪ নাম্বারে। আগামী ১১ জুলাইয়ের মধ্যে ৬০ এর মধ্যে থাকতে পারলেই অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবেন তিনি।
ঐ সময়ের আগে একটি এশিয়ান ট্যুর খেলবেন সিদ্দিকুর। ওখানে মোটামুটি ভাল করলেই স্বপ্ন পূরণ হবে তার।
