
একুশে প্রতিবেদক: করোনা সংক্রমিত রোগীদের অক্সিজেনের চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ার পর থেকে চট্টগ্রামের বাজারে অক্সিজেন সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি করে একটি চক্র। এমন পরিস্থিতিতে সংকট সৃষ্টিকারী সিন্ডিকেটের লাগাম টানতে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সোমবার (৮ জুন) নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দাম বৃদ্ধি করার অভিযোগে দুই দোকানকে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বিভিন্ন সাইজের অক্সিজেন সিলিন্ডার স্ট্যান্ড ও রেগুলেটর প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা বা তারও বেশি দামে বিক্রির কথা স্বীকার করেছে বিক্রেতারা।
ফ্যাক্টরি থেকে ৬.০০ ঘন লিটারের একটি সিলিন্ডারে অক্সিজেন রিফিলিং খরচ ৩০-৩৫ টাকা হলেও চট্টগ্রাম মেডিকেলের পূর্ব গেইটের ফার্মেসীগুলো ৫০০-৬০০ টাকা, আবার অনেক ক্ষেত্রে এর চেয়ে বেশি দামে রিফিলিং খরচ নেওয়া হচ্ছে বলে জানান ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার। আবার অনেক ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা দুজনেই ফলস ভাউচার মেইনটেইন করছে বলেও জানান তিনি।
অপরদিকে পাল্স এক্সিলেটর আগে সর্বোচ্চ ৮শ থেকে ১ হাজার টাকা বিক্রি হলেও এখন ২৫শ’ থেকে ৩ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে বলে ভ্রাম্যমাণ আদালতকে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেইটের সাহান মেডিকোকে ১ লাখ টাকা ও অন্য একটি দোকানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন শিরীন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
