করোনায় মৃতদের দাফনে প্রস্তুত লোহাগাড়ার ২৫ যুবক

এ.কে. আজাদ, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়ায় করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের দাফন-কাফনের জন্য প্রস্তুত রয়েছে লোহাগাড়ার ২৫ উদ্যমী যুবক।

‘আমরা লোহাগাড়ার মানবতার দল’ নামে গঠিত সামাজিক সংগঠনের ব্যানারে এ ২৫ যুবকের টিমটি ইতোমধ্যে তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজান।

জানা যায়, লোহাগাড়ায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাদের দাফন-কাফন ও জানাজাকার্য সম্পাদনের জন্য পিকআপ ভ্যান, খাটিয়া ও ইমামসহ ইতোমধ্যে সব প্রস্তুত রয়েছে।

উপজেলার কোন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে কিংবা করোনার উপসর্গ নিয়ে কেউ মারা গেলে সেখানে উপস্থিত হবে টিমের সদস্যরা। অবশ্য মৃত ব্যক্তির স্বজন ও উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষেই তাদের এ কার্যক্রম চলবে।

‘আমরা লোহাগাড়ার মানবতার দল’ সামাজিক সংগঠনটির প্রতিষ্ঠাতা তরুণ সংগঠক মিজানুর রহমান মিজান বলেন, প্রাথমিকভাবে আমরা ২৫ জনের একটি টিম গঠন করেছি। এ ২৫ জনের মধ্যে ধর্ম ও সম্প্রদায় বিবেচনা করে মুসলিম, হিন্দু ও বৌদ্ধ আলাদা আবার তিনটি টিম গঠন করা হয়েছে। দাফন-কাফন ও সৎকার কাজের পুরো প্রক্রিয়ায় ব্যবহৃত পিপিই, মাস্ক, সেফটি গ্লাস, ফেস শিল্ড, সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস, হেভি গ্লাভস, নেক কভার ও মরদেহের কাফনের কাপড় সবকিছুর অর্থায়নে এলাকার বিত্তশালীদের কাছে সহযোগিতা চান মিজানুর রহমান মিজান।

সেবা নিতে এবং সাহায্য দিতে আগ্রহীরা এই নাম্বারে 01819149665 যোগাযোগ করতে পারবেন।