
চট্টগ্রাম : চট্টগ্রামে করোনা-আক্রান্তদের চিকিৎসাসেবার লক্ষ্যে করোনা আইসোলেশান সেন্টার-এর অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, ইব্রাহিম হোসেন বাবুল এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি ও নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, স্বাচিবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও করোনা বিষয়ক সেল এর চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় ডা:আ.ম.ম মিনহাজুর রহমান।
বুধবার (১০ জুন) দুপুর দুপুরে নগরের হালিশহরের প্রিন্স অব চিটাগং কমিউনিটি সেন্টারে অস্থায়ী ভিত্তিতে গড়ে ওঠা এই করোনা আইসোলেশন সেন্টারের নির্মাণ কাজ ও অগ্রগতি পরিদর্শন করেন নেতৃবৃন্দ।
এসময় তাঁরা বলেন, দলমতের উর্ধ্বে উঠে সবাইকে এই মহৎ ও মানবিক কাজে এগিয়ে আসতে হবে। একটা কথা মনে রাখতে হবে করোনার এই ক্রান্তিকালে মানবসেবাই একমাত্র ধ্যানজ্ঞান হতে হবে। এই আইসোলেশান সেন্টার নিঃসন্দেহে এই নগরীতে আশার আলোর সঞ্চার করবে।
এদিকে বুধবার অপরা্হ্নে আইসোলেশন সেন্টারের অগ্রগতি পরিদর্শন করতে যান একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার। এসময় তিনি অগ্রগতি বিষয়ক এক প্রস্তুতিসভায় অংশ নেন এবং সার্বিক বিষয়ে মতবিনিময়সহ অগ্রগতির খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন আইসোলেশন সেন্টারের মুখপাত্র মোহাম্মদ সাজ্জাত হোসেন, অ্যাডভোকেট টিআরখান, নাজিমুদ্দিন মাহমুদ শিমুল, মহরুম হোসেন, তৌহিদুল ইসলাম, জাওইদ চৌধুরী, নুরুল আজম রনি, জাফর আল তানিয়ার, জাহাঙ্গীর আলম, গোলাম সামদানি জনি প্রমুখ।
প্রসঙ্গত, নগীরর হালিশহরে ব্যক্তিমালিকানাধীন প্রিন্স অব চিটাগাং কমিউনিটি সেন্টারকে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে গড়ে তোলা হচ্ছে। এতে ১০০ টি শয্যা থাকবে ও ১২ জন চিকিৎসক নিয়মিত সেবা দিয়ে যাবেন।
