
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বুধবার (১০ জুন) একদিনে সর্বোচ্চ ৫৮৬ জনের করোনা পরীক্ষা হয়েছে। এতে ৯৯ জনের করোনা-পজিটিভ রিপোর্ট এসেছে।
কক্সবাজার সিভিল সার্জন ডা. মাবুবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একদিনে সর্বোচ টেস্ট এটি। সেখানে বরাবরের মত কক্সবাজার সদর উপজেলায় রোগি বেশি।
জানা যায়, নতুন শনাক্ত হওয়া ৯৯ জনের মধ্যে কক্সবাজার সদরে ৫০ জন, রামু উপজেলায় ৭ জন, উখিয়ায় ৪ জন (একজন ফলোআপসহ), টেকনাফ উপজেলায় ১৮ জন, চকরিয়া উপজেলায় ৪ জন ও মহেশখালী উপজেলায় ৯ জন এবং বান্দরবান জেলায় ৫ জন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে একজন শনাক্ত হয়েছেন।
এ নিয়ে এ পর্যন্ত কক্সবাজার জেলায় ১২৭৫ জন করোনা রোগি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩৭ জন শরণার্থী শিবিরের রোহিঙ্গা।
