
চট্টগ্রাম : আকস্মিক ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার বিকেলে তিনি এই হাসপাতাল পরিদর্শন করেন এবং সেবার মান ও সার্বিক ব্যবস্থাপনায় ব্যাপক সন্তোষ প্রকাশ করেন।
এর আগে বিকেল ৪টার দিকে আচমকা হাসপাতালের সিইও ডা. বিদ্যুত বড়ুয়ার মোবাইল ফোন বেজে ওঠে উপমন্ত্রীর কলে। তিনি আসছেন বলতেই ঢুকে পড়েন হাসপাতালে। একজন মন্ত্রীর অনির্ধারিত, অনানুষ্ঠানিক এমন সাদামাটা আগমনে সংশ্লিষ্টরা কিছুটা অপ্রস্তুত থাকলেও পরক্ষণে উপমন্ত্রীর সরল-সাদামাটা উপস্থিতি হাসপাতাল কর্তৃপক্ষ, সাধারণ রোগী সকলে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন এবং বেশকিছু সময় ধরে উপভোগ করেন তার আন্তরিক সান্নিধ্য।
উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে হাসপাতাল কম্পাউন্ডে স্বাগত জানান ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও সিইও ডা. বিদ্যুত বড়ুয়া, হাসপাতাল পরিচালনা বোর্ডের সদস্য একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার।
এসময় উপমন্ত্রী হাসপাতালের জন্য নগদ অর্থসহায়তা দেন। এছাড়াও বেশকিছু মাস্ক ও পিপিই প্রদান করেন। এর আগেও প্রতিষ্ঠার শুরুর দিকে ব্যারিস্টার নওফেল ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং পর্যাপ্ত পিপিই, মাস্ক পাঠানো ছাড়াও সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বৃহস্পতিবার (১১ জুন) পরিদর্শনকালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী ফিল্ড হাসপাতালের সেবার মানকে যুগপৎ, অনন্য সাধারণ উল্লেখ করে বলেন, ভয়াবহ মানবিক এই দুর্যোগে ফিল্ড হাসপাতালের তাৎক্ষণিক জন্ম এবং সেবাকার্যক্রম সত্যিই অতুলনীয় এবং মানবিক দৃষ্টান্তের মাইলফলক হয়ে থাকবে।
তিনি হাসপাতালে আরো কয়েকটা শয্যা বাড়ানো যায় কিনা সে ব্যাপারে সিইও বিদ্যুত বড়ুয়াকে ভেবে দেখার অনুরোধ জানিয়ে প্রয়োজনে নিজের সাহায্যহস্ত আরো প্রসারিত করার কথা বলেন। সেবার কাজ নির্বিঘ্ন করতে সরকারের তরফে বর্তমানে তিনজন চিকিৎসকের পাশাপাশি আরো ক’জন চিকিৎসক বাড়ানো যায় কিনা সে বিষয়টি আন্তরিকভাবে দেখবেন বলেও এসময় আশ্বাস দেন চট্টলবীরপুত্র নওফেল।
ব্যারিস্টার নওফেল করোনা-আক্রান্ত রোগীদেরও খোঁজখবর নেন এবং তাদের সাথে কথা বলেন। তিনি করোনা-সংক্রমণ হলে ঘাবড়ে না গিয়ে পারতপক্ষে ঘরে থেকে নিয়ম-কানুন মেনে চলার পরামর্শ দেন। এসময় হোম আইসোলেশনে থেকে তাঁর পরিবারের ১১ সদস্য কীভাবে করোনা-জয় করেছেন সেই উপমা তুলে ধরেন উপমন্ত্রী।
