স্বাস্থ্যসচিবের স্ত্রীর মৃত্যুতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের শোক


চট্টগ্রাম : চট্টগ্রামের সাবেক বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব (সেবা বিভাগ) মো. আবদুল মান্নানের স্ত্রী বেগম কামরুন্নাহারের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি।

রোববার (১৪ জুন) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সম্মানিত সচিব, সাবেক বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জনাব মো. আবদুল সান্নানের সহধর্মিণী কামরু্ন্নাহারের অকাল প্রয়াণে আমরা শোকাভিভূত।

তিনি কামরুন্নাহারের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এর আগে শনিবার দিনগত রাত ‘১২ টা ৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারের চৌকস, সৎ ও সাহসী সচিব আবদুল মান্নানের স্ত্রী কামরুন্নাহার মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং মেয়ের জামাতাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর কিশোরগঞ্জ জেলার কাটিয়াদি উপজেলার চানপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।