ধনাঢ্য কেউ এলে মেরিন সিটিকে পূর্ণাঙ্গ কোভিডের জন্য দিতে প্রস্তুত কর্তৃপক্ষ


চট্টগ্রাম : করোনাভাইরাসের ক্রমাবনতিশীল পরিস্থিতিতে চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় অবস্থিত মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালকে সম্পূর্ণ করোনা চিকিৎসার জন্য দিয়ে দিতে প্রস্তুত হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (১৪ জুন) রাতে একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারের হোয়াটসআপ নাম্বারে ক্ষুদেবার্তা পাঠিয়ে এমন ইচ্ছা ও আগ্রহের কথা জানিয়েছেন মেডিকেল কলেজ হাসপাতালটির প্রতিষ্ঠাতা পরিচালক ডা. নূর হোসেন ভূঁইয়া শাহীন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. নূর হোসেন ভূঁইয়া শাহীন একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারের কাছে পাঠানো ক্ষুদেবার্তায় বলেন, ‘আমি আপনাকে কথা দিচ্ছি, চট্টগ্রামের কোনো ধনাঢ্য ব্যক্তি এগিয়ে আসলে আমি মেরিন সিটি মেডিকেল কলেজকে সম্পূর্ণ কোবিড হাসপাতালের জন্য দিয়ে দিব। আজাদ ভাই, আপনি মিডিয়াতে এ ব্যাপারে ভূমিকা রাখুন। ভালো থাকুন।’ যোগ করেন এই মানবিক চিকিৎসক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডা. নূর হোসেন ভূঁইয়া শাহীন বলেন, এদেশে আরো বেশ কিছুদিন করোনা থাকবে। সুতরাং ক্লিনিকগুলো বা হাসপাতালসমূহকে সম্পূর্ণ কোভিড ক্লিনিক এবং সম্পূর্ণ নন কোভিড ক্লিনিকে রূপান্তর করা জরুরি।

এক্ষেত্রে যুক্তি দিয়ে ডা. শাহীন বলেন, কোবিড এবং সাসপেক্টেড কোভিড যে ক্লিনিকে ভর্তি হবে সে ক্লিনিকে নন কোবিড রোগীকে ভর্তি দেওয়া ঠিক হবে না। এতে নন কোভিড রোগী বা তার আত্মীয়স্বজন অথবা চিকিৎসকগণ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

আইসিইও প্রতিষ্ঠার চিন্তা থেকে সরে এসে কীভাবে আইসিইউতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভালো চিকিৎসা দেওয়া যায় সেদিকে গুরুত্বারোপ করার কথা বলেন ডা. নূর হোসেন ভূঁইয়া শাহীন।

এক্ষেত্রে রাজনৈতিক চিকিৎসকের চেয়ে একাডেমিক চিকিৎসকদের সাথে কথা বললে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাওয়া যাবে বলেও মত প্রকাশ করেন করোনার শুরু থেকে যে কোনো রোগীর পাশে দাঁড়ানো এই চিকিৎসক।

লকডাউন খোলার পর মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছে, তাতে করে মৃত্যু ঠেকানো কঠিন হবে এমন শঙ্কা যেমন জানিয়েছেন তেমনি আশাবাদের কথাও বলেছেন ডা. শাহীন। তিনি বলেন, এখনো সময় ফুরিয়ে যা্য়নি। সম্মিলিতভাবে রাশ টেনে ধরুন। বিশেষ করে ধনাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসুন।