করোনার মিথ্যা অপবাদে অবরুদ্ধ রাখার চেষ্টা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ


লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় করোনা আক্রান্ত হয়েছে মর্মে মিথ্যা অপবাদ রটিয়ে বাড়ির গেইটে তালা দিয়ে এক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে আপন ভাই শামসুল আলমসহ কয়েকজনের বিরুদ্ধে। পরে শ্বশুরবাড়ির লোকজন এসে তাদেরকে মুক্ত করেন বলে জানা গেছে।

১৪ জুন (রবিবার) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ার পাড়ায় এ ঘটনাটি ঘটে। শামসুল আলম ওই এলাকার মৃত আব্দুল আলমের পুত্র।

এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মাদ ফারুক লোহাগাড়া থানায় শামসুল আলমসহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

মোহাম্মদ ফারুক লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমার স্কুল পড়ুয়া ছেলে ফিহাম (১৫) গত ৮ জুন সকাল ১১ টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে উপজেলা সদরের লোহাগাড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাফায়েত হোসেন চৌধুরী তাকে পরীক্ষা-নিরীক্ষার পর ব্যবস্থাপত্র দিয়ে ১২ জুন পুনরায় দেখা করতে বলেন।

‘এরপর চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধপত্র নিয়ে যথারীতি বাড়িতে চলে আসি। ১২ জুন পুনরায় চিকিৎসকের কাছে যেতে ঘর থেকে বের হলেই গেইটে তালা লাগিয়ে আমাদেরকে অবরুদ্ধ করে রাখেন আমার ভাই শামসুল আলমসহ কয়েকজন। পরে কোন উপায় না দেখে আমি শ্বশুরবাড়ির লোকজনকে খবর দিলে আমার শ্বশুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ কয়েকজন এসে আমাদেরকে গেইটের তালা ভেঙে উদ্ধার করেন।’

‘পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ছেলে ফিহামের করোনা হয়েছে মর্মে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকেন। এ ঘটনায় ১৪ জুন সকালে শামসুল আলম, আলমগীর, মোহাম্মাদ আশিফ, আবুল বশরের বিরুদ্ধে আমি লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দাযের করেছি।’

এদিকে, এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে অবরুদ্ধ পরিবারকে উদ্ধার করতে আসা সাবেক ছাত্রলীগ নেতা মিজানসহ ৯ জনের বিরুদ্ধে ১৫ জুন (সোমবার) রাতে লোহাগাড়া থানায় পাল্টা একটি অভিযোগ দাযের করেছেন শামসুল আলম।

এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, অভিযোগ হয়তো আসতে পারে। তদন্ত করে দেখবো আর কী!