নবীন শিক্ষার্থীদের বরণ করল পিসিআইইউ

নজিব চৌধুরী: পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১২তম ব্যাচে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বিকালে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নবীনবরণের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ১২৯ জন কৃতি শিক্ষার্থীকে ‘একাডেমিক এক্সিলেন্স এ্যাওয়ার্ড’ ও ‘প্রাইজ মানি’ প্রদান করা হয়েছে।

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ.কে.এম এনামুল হক শামীম।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ.কে.এম. এনামুল হক শামীম বলেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি অরাজনৈতিক ও অধুমপায়ী প্রতিষ্ঠান। যদিও আমি একজন রাজনীতিবিদ। বিশ্ববিদ্যালয় পড়ুয়া হিসেবে সাংবিধানিকভাবে রাজনীতি চর্চার সবার অধিকার আছে। বাংলাদেশ ও আন্তর্জাতিক ইতিহাস সবাইকে জানতে হবে। তবে ক্যাম্পাসের ভেতরে কোন ধরনের জঙ্গি তৎপরতা, অপরাজনীতি, বিশৃংখলা, হাঙ্গামা, অনিয়ম, দুর্নীতি, অভদ্রতা, সম্পূর্ণ নিষিদ্ধ। এই বিশ্ববিদ্যালয় আপনাদের। এখনো পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই সুনাম ধরে রাখা আপনাদেরই দায়িত্ব।

শিক্ষার্থীদের প্রতি তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মকানুনের প্রতি আনুগত্য ও শ্রদ্ধাশীল হওয়া আপনাদের সকলে একান্ত কর্তব্য। আমাদের বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হচ্ছে, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় একটি নেতৃস্থানীয় বৈশ্বিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা। আমরা খুব দ্রুত পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য চট্টগ্রাম শহরে একটি বিশ্বমানের স্থায়ী ক্যাম্পাস ও সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ইউজিসির কাজ হচ্ছে, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চ শিক্ষার মান রক্ষা ও নিয়ন্ত্রণ করা। একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় হতে হলে উল্লেখযোগ্য গুনগুলো তার থাকতে হবে, উন্নতমানের শিক্ষাদান, শিক্ষা গ্রহণ ও বিতরণের সুযোগ-সুবিধা। এটাই বিশ্বাস্য যে, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও গতানুগতিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থার সাথে তাল মিলিয়ে তা করে যাচ্ছে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম, ঢাকা স্টামফোর্ড ইউনিভারসিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড.মো. মুজিবুর রহমান।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের ‘কালচারাল ফোরাম’ এর ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। ২৬ মিনিটের স্লটে ‘গ্লোরিয়াস ডিপিকশন অব বাংলাদেশ’ থিমের ভিত্তিতে- ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তানী শাসন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ষড়ঋতুর বাংলাদেশ, গ্রামীন ও ধর্মীয় উৎসব, উপজাতীয় সংস্কৃতি, বর্তমান বাংলাদেশ ও তরুণ উদ্যোক্তা, গার্মেন্টস ও বস্ত্রশিল্প, রেমিটেন্স, ক্রিকেট বিশ্বে বাংলাদেশ ও আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠ হিসেবে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে নাচ, গান ও কোরিওগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয়।