১০ কার্যদিবস পর কমলো সূচক

টানা ১০ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। সূচকের সঙ্গে এদিন লেনদেনও কিছুটা কমেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৫ হাজার ১৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর লেনদেন ১৭০ কোটি ৩৭ লাখ টাকা কমে হয়েছে ১ হাজার ৭৫ কোটি ১২ লাখ টাকা।

বাজার বিশ্লেষকরা বলছেন, টানা ১০ কার্যদিবস বাজার ঊর্ধ্বমুখী থাকার পর কিছুটা দরপতন হওয়া স্বাভাবিক। মূলত বিনিয়োগকারীদের কিছুটা মুনাফা তুলে নেয়ার প্রবণতার কারণে এ দরপতন হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. বখতিয়ার হাসান বলেন, রোববারের দরপতন স্বাভাবিক। এটা মূলত মূল্য কারেকশন (সংশোধন)। টানা কয়েকদিন বাজার ঊর্ধ্বমুখী থাকায় বিনিয়োগকারীরা হাতে থাকা শেয়ার ছেড়ে দিয়ে কিছুটা মুনাফা তুলে নিয়েছেন।