
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে সদ্যবিদায়ী ইউএনও অনিয়মতান্ত্রিকভাবে গঠনতন্ত্রকে উপেক্ষা করে একক সিদ্বান্তে শ্রী শ্রী জিউর আখড়ার কমিটিতে পছন্দের ব্যক্তিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জিউর আখড়ার কার্যকরি কমিটির সদস্যরা বিদায়ী ইউএনও’র এই কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়র বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
অভিযোগপত্র ও অন্যান্য সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ শ্রী শ্রী জিউর আখড়ার মন্দিরে সাধারণ সম্পাদক গৌতম কুমার সাহার আকস্মিক মৃত্যুতে নির্বাচিত কমিটি না হওয়া পর্যন্ত যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করবে এটাই গনতান্ত্রিক পদ্ধতি থাকলেও এক্ষেত্রে তা মানা হয়নি।
অভিযোগ ওঠেছে, জিউর আখড়ার সভাপতি ইউএনও শেখ মহিউদ্দিন কার্যকরি কমিটির মতামতকে তোয়াক্কা না করে আগে থেকেই সরকারি দপ্তরের স্বারক নম্বর ব্যবহারকৃত অফিস আদেশ তৈরি করে সনাতন ধর্মালম্বীদের আইনের মারপ্যাচ দেখিয়ে প্রতিষ্ঠানের উপদেষ্টা প্রদীপ কুমার সরকারকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ঘোষণা করেন। যা সম্পূর্ণ বেআইনি ও আইনবহির্ভূত।
এ ঘটনায় শ্রী শ্রী জিউর আখড়ার কার্যকরি কমিটির সদস্যসহ সনাতন ধর্মালম্বীরা ইউএনও’র জারিকৃত অফিস আদেশের তাৎক্ষণিক প্রতিবাদ জানান। প্রতিবাদ জানানোর সময় কমিটির সদস্যদের সাথে ইউএনওর সামনেই বহিরাগতদের ঝগড়া বাধে।
এ ঘটনায় বৃহস্পতিবারস (১৮ জুন) বিকেলে জিউর আখড়ার কার্যকরি কমিটির সদস্যসহ সনাতন ধর্মালম্বীর শতশত লোক সদ্য বিদায়ী ইউএনও’র এমন কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়র বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
এ সময় ইউএনও শেখ মহিউদ্দিনের একক সিদ্বান্তের কারণে সনাতন ধর্মালম্বীদের মধ্যে দু’ভাগে বিভক্ত হয়ে বিরোধ সৃষ্টি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
হোসেনপুর উপজেলার সুশীল সমাজসহ সর্বমহলে প্রশ্ন উঠেছে, কমিটির গঠনতন্ত্র উপেক্ষা করে একজন ইউএনও বিদায়ের দু’দিন আগে একক ক্ষমতা বলে কেন তড়িঘড়ি করে এ কমিটি দিতে হলো? কোন ধর্মীয় উপসনালয়ে ইউএনও সভাপতি থাকতেই পারেন কিন্তু কমিটি পূর্ণগঠনে একক সিদ্বান্তে সরকারি দপ্তরের স্বারক নম্বর ব্যবহার করে অফিস আদেশের মাধ্যমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা কতটা আইনসংগত?
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল জানান, সনাতন ধর্মালম্বীদের অভিযোগ পেয়েছি। সদ্য বিদায়ী ইউএনও’র সরকারি দপ্তরের স্বারক নম্বর ব্যবহার করে যে অফিস আদেশের মাধ্যমে মন্দিরে কমিটি পূর্ণগঠন করেছেন তা সম্পূর্ণ বেআইনি। এ বিষয়ে নবাগত ইউএনও’র সাথে পরামর্শক্রমে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।
